ঐতো প্রেম...
বাদল বাদল চোখে শাড়ি বা জিন্স
কিইবা আসে যায়
আমিতো তোর চোখের প্রেমে পড়েছি
বড় আঁখি টানা ভ্রু উজ্জ্বল মুখশ্রী আরো অনেককিছু.....
সিগারেটের ধোঁয়ায় কি প্রেম উড়ে যায়
একটা চুমুতে কি প্রেম চলে যায়
একবার শুলেই কি কৌমার্য হারায়
সময় বদলেছে আশপাশ পালটেছে
ভেতরে সেই কোকিলের কুহু
ডাইনে বামে সামনে পিছনে
ওটাই প্রেম, নিজের মাঝে
অভিন্নতার খোঁজে
এক আত্মা দুই আত্মা বহু আত্মা
পোকাগুলো কিলবিল করে
হৃদয়ের অনাবিল আনন্দের ঝরনাধারায়
শব্দেরা বয়ে যায়
ঐতো প্রেম......
শাড়ি জিন্স সিগারেট গাঁজা পেরিয়ে
ধর্মা-ধর্ম ছাড়িয়ে
কবি লেখো, শুধুই লেখো
শব্দ বর্ণ ধ্বনি ....
কিইবা আসে যায়
আমিতো তোর চোখের প্রেমে পড়েছি
বড় আঁখি টানা ভ্রু উজ্জ্বল মুখশ্রী আরো অনেককিছু.....
সিগারেটের ধোঁয়ায় কি প্রেম উড়ে যায়
একটা চুমুতে কি প্রেম চলে যায়
একবার শুলেই কি কৌমার্য হারায়
সময় বদলেছে আশপাশ পালটেছে
ভেতরে সেই কোকিলের কুহু
ডাইনে বামে সামনে পিছনে
ওটাই প্রেম, নিজের মাঝে
অভিন্নতার খোঁজে
এক আত্মা দুই আত্মা বহু আত্মা
পোকাগুলো কিলবিল করে
হৃদয়ের অনাবিল আনন্দের ঝরনাধারায়
শব্দেরা বয়ে যায়
ঐতো প্রেম......
শাড়ি জিন্স সিগারেট গাঁজা পেরিয়ে
ধর্মা-ধর্ম ছাড়িয়ে
কবি লেখো, শুধুই লেখো
শব্দ বর্ণ ধ্বনি ....
Comments
Kontraktor Pameran
Jasa Pembuatan Booth Pameran
Kontraktor Booth Pameran
Jasa Pembuatan Booth