লেখক সত্তার প্রতি

হলদেটে ঘর ছাউনি দেওয়া বিত্ত সেখানে না দেয় ধরা
 ঠিকানা হারালে ভবঘুরে কয় অভাবী মানসের তৃপ্তি না রয়
 বেদনা মধুর - বেদনা কাতর,  স্মৃতি থাকে তবু তফাৎ বড় হয়

 আমি কি জানি ছাই কেন লিখি তাই….
 প্রশ্ন করে লজ্জা কেন দাও ভাই । 

 কবি বা লেখক যা পায় লেখে, শরীরের রোগ বাইরে আসে
 অষ্টপাশের জীবন-যাপন গেঁথে রয় কবির দেহ-তন-মন
 তাই তো বলি  - লিখে যাও ভাই লিখে যাও শুধু
 মানে না হয় খুঁজো কভু ।


A SPECIAL NOTE TO ALL MY READERS:

Please refrain from investing a single penny to SHARE MARKET at this current stage.  The market will surely come down in or around 6 months. Wait till then...

Comments

Popular Posts