সবুজ গালিচার বাইরে দাড়িয়ে

উপত্যকাগুলি পেরোলেই সমতল ভূমি
সবুজ গালিচা ধারক, 
এক কোণে দুটি শালিকের  গুটুর-গু,
ধন্য প্রেম!

নিকশ কালো আলো পেরোলেই অহল্যা জীবিত,
তৃণ আর রাম দুইই সঞ্জীবনী!
কেউ পুজো দেয়, কেউ বা নেয়।
ধন্য মানুষ !

সবুজ মখমলের গালিচা, লাল বল, আলতামিরার গুহাবাসীর বাইসন
আইফেল টাওয়ার, হাওড়া ব্রিজ, দরদী মন।
ইতিহাস স্বাক্ষী - না জানি কোন সৃষ্টি রহস্য উদ্ঘাটিত হলো। 
ধন্য অ্যানালিটিক্স্ !

নিষ্কাম-সকাম-নিষ্কাম, সবে ধন তিন মণি
নতুন কিছু কি তৈরি হবে !
প্রকৃতি জানে গোপন রহস্য, আর কেউ জানে না
ধন্য সৃষ্টি !

Comments

Popular Posts