জয়তু ভব:

চলমান দৃশ্যপটে ধরা পড়ে সামাজিক ভেদরেখা
বাচ্চা ছেলের গুলিভরা বন্দুকে ধর্মের বারুদ
লেলিহান শিখা বড়ই বিড়ম্বনায় রাখে ভাগ্যলক্ষ্মীকে
পূর্ণিমারাত আবহমান, প্রেম নিষ্পেষিত, ধর্ম বিতাড়িত
হে দানব, নাজানি কোন মন্ত্রবলে হানো আঘাত
মানব জাতিরে
দেবী রুষ্টা ধর্ম নষ্টা ভাগ্যলিপি ভ্রষ্টা
তবুও অপেক্ষায় মানবী
নয় সে দেবী, হৃদয়ে বিশ্বাস মস্তিষ্ক স্থির - মানবে,
একদিন মানব জানবে-মানবে কর্মই শ্রেষ্ঠা
হে রাজন হে দেব যাও কোথায়!
দাড়াও; বল সমস্বরে - ধর্মের কারবারি থাকো অপেক্ষায়, হানবো নিশ্চিত জ্ঞান-কর্ম তরবারি
উচ্চারিব মন্ত্র বারংবার
জয়তু ভব: জয়তু ভব: জয়তু ভব:






Comments

Popular Posts