শুভ সকাল
সখী শুভসকালের শুভেচ্ছা...
পাগলী হাসে, শুধু হাসে... ভিতর পুড়িয়ে হাসে
নিখাদ হাসি...
কাঠবিড়ালির খুটখুটানি ছাতিম গাছের পরশ
মিলেমিশে একাকার... শুধুই ঝিলিমিলি
শালিকজোড় প্রেমে ডগমগ...
লজ্জাবতীর ঢাকাই শাড়ি,
চলকে ওঠা গোপনতা... সাক্ষী ছাতিম-কাঠবিড়ালী
প্রেমের কিরন আ-ঢাকাই বাড়ে..।।
মিঠি নদীর পরশ আসুক শালিকজোড়ে
হাসুক পঞ্চভূত, ঝরুক হিম ছাতিমের ডালে
সকাল গড়িয়ে বিকেল পেরিয়ে সাঁঝ..
বাবুই বাসায় শালিকজোড়..।
হোক না তা অন্যের বাসা, সে তো ভা-ল-বা-সা...।
পাগলী হাসে, শুধু হাসে... ভিতর পুড়িয়ে হাসে
নিখাদ হাসি...
কাঠবিড়ালির খুটখুটানি ছাতিম গাছের পরশ
মিলেমিশে একাকার... শুধুই ঝিলিমিলি
শালিকজোড় প্রেমে ডগমগ...
লজ্জাবতীর ঢাকাই শাড়ি,
চলকে ওঠা গোপনতা... সাক্ষী ছাতিম-কাঠবিড়ালী
প্রেমের কিরন আ-ঢাকাই বাড়ে..।।
মিঠি নদীর পরশ আসুক শালিকজোড়ে
হাসুক পঞ্চভূত, ঝরুক হিম ছাতিমের ডালে
সকাল গড়িয়ে বিকেল পেরিয়ে সাঁঝ..
বাবুই বাসায় শালিকজোড়..।
হোক না তা অন্যের বাসা, সে তো ভা-ল-বা-সা...।
Comments