আগুন

আমি কি পাগল হচ্ছি প্রশ্ন জাগে বারবার
বাতাসের কথা ভরা বর্ষার মেঘের কথা
আগুনের তেজময় উপস্থিতি মাটির সোঁদা গন্ধ
আর দূর আকাশের হারিয়ে যাওয়া তারা
যেখানে মা আছে বাপি আছে আছে রক্তকরবী
আর দাউ দাউ আগুন 

উদ্দাম প্রেম যৌবন আজ হাঁটছে বিছানায়
উজ্জ্বল উচ্ছল সীমাহীন আশ্লেষ 
মাটি বদলের সুর 
আকাশদেবতারে আহ্বান
জল মিশছে ঐ
সৃষ্টিসুখ অমৃতবর্ষণ

ভ্রূণ এলো
আগমনী গান বিদায়ের সুর
চিত্ত আকাশে দেহ শশ্মানে
একই ধারা বয় বারংবার
সাদা-কালো আলো-আঁধার

আকাশদীপ অজানিতে জ্বলে
মৃত্যু জয়ী !

Comments

Popular Posts