জানি না
তাতান, বইটা কোথায়?
জানি না।
দাড়ি কামানোর বক্সটা বাপির তুমি কি জান কোথায়?
জানি না।
তাতান, কাল যে প্যাকেটটা রেখেছিলাম ফ্রিজের ওপর কোথায় গেল?
জানি না।
আমার ওয়ালেটটা কোথায় তুমি জান?
জানি না।
তাতান, কাল স্কুলে যাবে?
জানি না।
তাতান, ম্যাম আজ স্কুলে কি বলেছে তুমি জান?
জানি না।
কাল থেকে গাড়ির চাবি খুঁজছি তুমি কি জান?
জানি না।
তাতান, ফ্রিজের সব মিষ্টি শেষ কিকরে হোল?
জানি না।
তুমি খেয়েছ?
জানি না।
তাতান, মাম্মাম কোথায়?
জানি না।
তাতান, বেঁচে আছ?
জানি না।
তাতান, ঈশ্বর আছেন?
জানি না।
তাতান, ট্রু-কলার ব্যাপারটা কি?
উফ!!! সত্যিই পাপা তুমি না! গুগুল সার্চ করলেইতো পেয়ে যাবে উত্তর। দেখছনা আমি ব্যস্ত স্কুল-ইভেন্ট ওর্গানাইজ করা নিয়ে।
কথা না বাড়িয়ে তাতান অন্য রুমের পা বাড়ায়।
জানি না।
দাড়ি কামানোর বক্সটা বাপির তুমি কি জান কোথায়?
জানি না।
তাতান, কাল যে প্যাকেটটা রেখেছিলাম ফ্রিজের ওপর কোথায় গেল?
জানি না।
আমার ওয়ালেটটা কোথায় তুমি জান?
জানি না।
তাতান, কাল স্কুলে যাবে?
জানি না।
তাতান, ম্যাম আজ স্কুলে কি বলেছে তুমি জান?
জানি না।
কাল থেকে গাড়ির চাবি খুঁজছি তুমি কি জান?
জানি না।
তাতান, ফ্রিজের সব মিষ্টি শেষ কিকরে হোল?
জানি না।
তুমি খেয়েছ?
জানি না।
তাতান, মাম্মাম কোথায়?
জানি না।
তাতান, বেঁচে আছ?
জানি না।
তাতান, ঈশ্বর আছেন?
জানি না।
তাতান, ট্রু-কলার ব্যাপারটা কি?
উফ!!! সত্যিই পাপা তুমি না! গুগুল সার্চ করলেইতো পেয়ে যাবে উত্তর। দেখছনা আমি ব্যস্ত স্কুল-ইভেন্ট ওর্গানাইজ করা নিয়ে।
কথা না বাড়িয়ে তাতান অন্য রুমের পা বাড়ায়।
Comments