প্রলাপ


বুড়ো বাচ্চার প্রশ্নঃ 

এর কি শেষ নেই ঈশ্বর?  এ কোন সাম্রাজ্য তোমার?  কিইবা তোমার নীতি?  কেনই বা সৃষ্টির দরকার ছিল?  হলো না!  কিছুই হলো না!   

বড় বাচ্চার প্রশ্নঃ 

তবুও কি ভাল আছি?  এই কথা কি এভাবেই বলা যায়?  এভাবেও কি বাঁচা যায়?  টাকায় কি টাকা আনে?  লাড্ডু কি শুধুই লাড্ডু?  গোল্লায় যাওয়া কি?  রসগোল্লার সাথে তার কি তফাৎ ?

মেজ বাচ্চার প্রশ্নঃ  

কবিরা কি খেয়ে বাঁচে?  লেখকেরা কি এত কিছুর পরেও স্কাইস্ক্রাপারে থাকতে পারে?  পৃথিবীটাকি সত্যিই বদলে গেল?  ভারতবর্ষ কি কোনোওদিনই ঠিক হবে না?  সৃষ্টিশীলতা কি শুধুই ব্যবসার জন্য?

সেজ বাচ্চার প্রশ্নঃ 

মৌ কি ফ্রেন্ড্লিস্টে আছে?  ইউ নো, আই ক্যান্ট লিভ উইদাউট ফেসবুক।  অ্যান্ড হোয়াট এ্যাবাউট ইয়োর ফ্রেন্ডিইস?  ডু ইউ ল্ভ সকার?  আই ল্ভ মেসি, বাট নেইমার মোর! 

ছোট্ট বাচ্চার প্রশ্নঃ

পাপা তুমি কি ট্রেনে চাপ?  এটা কোন গাড়ি?  তুমি কেন দাঁড়ালে?  আমি ছোটা ভীম হব।

গুরুঃ

সব মায়া।  মোহ থেকে মুক্তি তবেই না মোক্ষ।  উপায় একমাত্র আমি।  

ঈশ্বরঃ  আমিই তো সব হয়েছি!!!   




Comments

Popular Posts