বাবু-বিবি সংবাদ

ভোরের হিমেল হাওয়া সকালের পেপার
হাতে ধূমায়িত চা সেন্টার টেবিলে অ্যাসট্রে
মার্গ সংগীতময় আবহ টেরাকোটার ভাষ্কর্য
শিক্ষিতা বধূ আভিজাত্যের দম্ভ সেক্স আবেশে
চিন্তা চেতনায় আধুনিকতাবাদ.... না না পুঁজিবাদ
বহিরঙ্গে সমাজবাদ মাও-লেনিন-মার্ক্স
নিপাত যাক সন্ধিবাদ, মুক্তভাব জিন্দাবাদ।

সকাল গড়িয়ে দুপুর হয় মেরুদন্ড ভেঙে রয়
চাকরি ও হেঁসেলের টান আভিজাত্য খানখান
বড়র বড় তারও বড় সীমা নেইযে লম্বোদড়োর
চরকা শুধুই ঘুরে চলে নিয়ন্ত্রিত যন্ত্রাবলে
অহুং বেলুন চুপসে গেলে বেলা যেযায় অস্তাচলে
কলিং বেলের ডাকে বিবির দৃষ্টি অম্ল মধুর।

রাত পেরিয়ে মাঝের রাত শরীর যেন বুনো ডাকাত
শিক্ষা দীক্ষা চুলোয় গেল বাবু-বিবি নগ্ন হলো
আলো আঁধার পেরিয়ে ভোর বাবুর কোলে বাহুডোর
আবার আজ সকাল হলো বাবু চায়ে মগ্ন হলো
শেষে এসে বাবু বসে হাতড়ায় শুধু দেশ বিদেশে
শিক্ষা ছিল অসম্পন্ন বাবু তাই নগন্য
ধর্ম যখন আচারি বাবু শুধুই ব্যাপারী
ধর্ম এখন মুক্ত বাবু তাই যুক্ত।

Comments

Popular Posts