মৃতের বাহক !
হত্যালীলা শেষে ক্ষমা !
এও কি সম্ভব বেদব্যাস !
নষ্টা সাম্রাজ্যের বিবসনা নারী শুধুই ভোগ্যা,
আদরণীয়া তুমি আজও মৃতা, সত্যিই কি তাই !
মাতৃসাম্রাজ্য শেষে পিতৃসাম্রাজ্যের বীজ বাঁচে, তবুও -
অদৃশ্য বন্ধন বীজের অমৃত, মোক্ষ সহজ নয় যেন হে মৃত,
বন্ধনহীন জীবন-যৌবন ছলনা নয় অমৃত ।
নীলকন্ঠ…, ডাক পাড়েন ক্ষীণকন্ঠী শুভ্র বসনা
দূরে আরোও দূরে শ্বেতশুভ্র বসনা … একি তব ছলনা !
মৃত সাধক ধ্যানমগ্ন অশ্রু সজল, দুরু দুরু কেঁপে ওঠে সহস্র কমল ।
দিন যায় রাত যায় অশ্রু না ফুরায় , আগামীর আগমনে অন্ধকার ডরায়
চারিদিকে হাজার বাতি পেলেন সাধক, কিকরে বলেন তিনি মৃতের বাহক !
এও কি সম্ভব বেদব্যাস !
নষ্টা সাম্রাজ্যের বিবসনা নারী শুধুই ভোগ্যা,
আদরণীয়া তুমি আজও মৃতা, সত্যিই কি তাই !
মাতৃসাম্রাজ্য শেষে পিতৃসাম্রাজ্যের বীজ বাঁচে, তবুও -
অদৃশ্য বন্ধন বীজের অমৃত, মোক্ষ সহজ নয় যেন হে মৃত,
বন্ধনহীন জীবন-যৌবন ছলনা নয় অমৃত ।
নীলকন্ঠ…, ডাক পাড়েন ক্ষীণকন্ঠী শুভ্র বসনা
দূরে আরোও দূরে শ্বেতশুভ্র বসনা … একি তব ছলনা !
মৃত সাধক ধ্যানমগ্ন অশ্রু সজল, দুরু দুরু কেঁপে ওঠে সহস্র কমল ।
দিন যায় রাত যায় অশ্রু না ফুরায় , আগামীর আগমনে অন্ধকার ডরায়
চারিদিকে হাজার বাতি পেলেন সাধক, কিকরে বলেন তিনি মৃতের বাহক !
Comments