শিঞ্চন
সভ্যতার আড়ালে অজস্র বৃষ্টিধারা
চুঁইয়ে নামে গাল বেয়ে
শ্রীহীনতাই আমাদের নৈবেদ্য
স্বর্গ আমাদের গন্তব্য।
হিমঘরে আজ আগুন লেগেছে
লতানে সম্পর্কগুলো সশব্দে ফাটছে
আদিম মানুষ পর্যবেক্ষণরত
শ্রমজীবির জয়গান।
যা পারো কুড়িয়ে নাও এইবেলা
ফল পাকুড়ের গান ভাসছে বাতাসে
রাত্তিরে দাদারা আসবে আসরে
দিদিভাই নেই যে বাসরে।
লাল বল আজ নেই আলোকিত
মার্ক্সবাদ চির-নির্বাসিত
ধর্ম ভুলুন্ঠিত মানবিকতা লুন্ঠিত
এখনো পাখীরা গায় গান - কেন!?
চুঁইয়ে নামে গাল বেয়ে
শ্রীহীনতাই আমাদের নৈবেদ্য
স্বর্গ আমাদের গন্তব্য।
হিমঘরে আজ আগুন লেগেছে
লতানে সম্পর্কগুলো সশব্দে ফাটছে
আদিম মানুষ পর্যবেক্ষণরত
শ্রমজীবির জয়গান।
যা পারো কুড়িয়ে নাও এইবেলা
ফল পাকুড়ের গান ভাসছে বাতাসে
রাত্তিরে দাদারা আসবে আসরে
দিদিভাই নেই যে বাসরে।
লাল বল আজ নেই আলোকিত
মার্ক্সবাদ চির-নির্বাসিত
ধর্ম ভুলুন্ঠিত মানবিকতা লুন্ঠিত
এখনো পাখীরা গায় গান - কেন!?
Comments