কঙ্কাবতী

শাল শিমুল লতা-পাতা শরীর জীর্ণসার
পতঙ্গকীট জন্তু-জানোয়ার
সবই অস্থির।

অস্তিত্বের লড়াইএ সর্বভূক
একাকী সতেজ
নৈরাশ্যবাদ নিস্তেজ নির্বাক হৃদয়
শঙ্কা জাগে ভয় হয় তবুও কঙ্কাবতী
জেগে রয়।
লেলিহান শিখার ঔজ্জ্বল্য বিস্তার
দানব আস্ফালনেও কঙ্কাবতীর
ঘটেনা বিকার
না-জানি দেবতা হয় কবে তেজিয়ান
আপাত দানব
দ্রুত ধাবমান ...
... কঙ্কাবতীইইইইই ...
আসে আহ্বান
নিস্তেজ শরীর নিদ্রালু সভ্যতা ভুলুন্ঠিত দেবত্ব
মত্তমদ হাতী উল্লসিত পশুত্ব
ধর্ষক শয়তান
ভয় হয়-ঘৃণা হয় তবুও কুন্ঠা রয়,
হে রাজন
কঙ্কাবতীর দেহে তখনও বা ছিল
কিঞ্চিত প্রাণ।

Comments

Popular Posts