লীলাবতীর কাহন
লীলাবতী আজ ফেরেনি
হারিয়ে গেছে
আলোতে
ঘুম ভাঙেনি আর, ফেরেনি তাই
অক্সিজেন ভেন্টিলেশান রক্তস্রোতে ফেরায়নি প্রাণ।
সাদা ব্যলকনি সাদা চেয়ার সাদা বিছানা
মসৃণ সমাজ মখমলে পরিবার
তবুও টুপ করে ঝুলেছিল সাদা ফাঁসে
না জানি কেন শেষে!!
ফড়িংএর দেশে জারি হলো কারফিউ
একদিন দুইদিন তিনদিন
সাদা রক্ত লাল রক্তের প্রিভিউ
এলো স্লোগান, গাইলে জয়গান
লীলাবতী লীলাবতী লীলাবতী লীলাবতী...
আজ কেটেছে সাতদিন, ফড়িং রাজা ব্যস্ত
প্রজারা ত্রস্ত, হয়েছে সূর্যাস্ত।
তবুও
ফড়েরা এসেছিল সাথে লিফলেট
লীলাবতীর মা-বাপ ছিল সন্ত্রস্ত।
কালের বোধন অকালে হারায়
পার্বতী ক্ষণে লীলাবতী হয়
বদলায় সময় বদলায় কাল
হে মহান ভরত
না বদলায় লীলাবতীর কাহন।
কালের বোধন অকালে হারায়
পার্বতী ক্ষণে লীলাবতী হয়
বদলায় সময় বদলায় কাল
হে মহান ভরত
না বদলায় লীলাবতীর কাহন।
Comments