গন্ধ সংবাদ
লিফটে ওঠার সময় গন্ধটা পেলাম, বডি স্প্রে। পরিচিত শরীরের গন্ধ। অর্থাৎ উনি এসেছেন! শুরু হবে হাই পর্ব। বিরক্তিকর। তবে হাই করতে গিয়ে শরীরের অল্পবিস্তর স্পর্ষ খারাপ লাগে না।
আজ সকালে স্কুটি চালিয়ে আসা মেয়েটিকে অনেক আগে থেকে দেখছিলাম। হয়ত দেখছিলাম না বলে গিলছিলাম বলা ভাল। ভাবি আমি মেয়ে হলে কি অবস্থা হত! সব সময় পুরুষের দৃষ্টি! স্কুটি পেরোনোর ঠিক মূহূর্তে পেলাম গন্ধটা। সেই মেয়েলি শরীরের গন্ধ। ঠিক বুঝে উঠতে পারি না মেয়েলি শরীরের গন্ধ না বডি স্প্রের গন্ধ।
অনেক আগে পড়েছিলাম বেড়াল বা অন্যান্য পশুরা উত্তেজিত হয় শরীরের গন্ধে। কোনোও বাইরের গন্ধ যুক্ত না হওয়ায় এখনোও হরমোনাল সিক্রিশান একই রয়ে গেছে। অর্থাৎ শরীর জাগে শরীরের গন্ধে।
লিফট থেকে বেরিয়েই বসের সাথে দেখা। আরেক নতুন গন্ধ। কন্ফিডেন্স-এর গন্ধ। সকলেই গন্ধে বদ্ধ, জানত বা অজানত। অদ্ভুত এক পজিটিভ ভাইভ লুকিয়ে আছে গন্ধটার মধ্যে।
দুপুরে সাহানার পাশে লাঞ্চ-এ বসেছিলাম, বেশ গোলগাল মেয়েটি। শরীরের স্নিগ্ধতায় বাকি অভাব পূরন করে দেয়। মনে কোনোও পাপের গন্ধ পাওয়া যায় না। এই একজন যার সাথে সব শেয়ার করা যায়। হাসিখুশি। সমস্যা থাকলেও প্রকাশ নেই। কে জানে কিভাবে সামাল দেয়! কথা বলতে ভাল লাগে। শরীরে চন্দনের গন্ধ বোধ হয়। বডি স্প্রে কিনা জানি না। একদিন সোহাগ প্রশ্নটা ছুড়ে ছিল- তুই কি বডি স্প্রে ইউজ করিস? মিষ্টি হেসে এড়িয়ে যায় উত্তরটা।
ফিরতি পথে শেয়ারের রিক্সা। নানা দিনে নানা গন্ধের সমাহার। শুধু ভুলতে পারিনা সেই দিনের কথা। রিক্সায় একা বসে আছি। হন্তদন্ত হয়ে এক কিশোরী-যুবতীর মাঝামাঝি কিছু একটা হবে এসে বসল। খুব সাধারন চেহারা না হলেও অসাধারন কিছু নয়। ট্রামে-বাসে আকছার দেখা যায়। আলো-আঁধারির মাঝে রিক্সা চলে নিজের দ্রুত জীবনের সাথে তাল রেখে। বেশ খানিক যাওয়ার পর ওপাশের ছেলেটি নেমে যায়। মাঝের কিশোরী-যুবতীর দিকে প্রাকৃতিক নিয়মেই চোখ যায়। আমি তো ভগবান নই! মুখের দিকে তাকিয়ে অন্য গন্ধ পাই- কান্নার গন্ধ, হেরে যাওয়ার গন্ধ, ব্যাথার গন্ধ, তীব্র ঘেন্নার গন্ধ!! বুঝতে পারি গন্ডগোলটা কোথায়? তীব্র ঘৃণা জাগে নিজের ওপর, পুরুষ জাতটার ওপর।
বাড়ি ফিরে বহুবার বহুসময় ধরে স্নান করেও সে গন্ধ যায় নি। সে যে সমাজের নিঃস্বতার গন্ধ, রিক্ততার গন্ধ।
রাত্তিরে বিছানায় গরম চাদরে ঢাকা শরীরের দিকে প্রশ্ন করি - নিজের কেবিনে ঢুকেই কোনোও গন্ধ পেলাম না! হয়ত নিজের গন্ধ নিজে পাওয়া যায় না!!!
Comments