বোধ

আমরা কেউই বিচ্ছিন্ন নয়
সকলেই যুক্ত
ঐ দূরের তারা... 
যুক্ত সেও
গাছ, পাতা, ফুল, ফল, নদী, আকাশ
কীট-পতঙ্গ, জীব-জন্তু
সবে মিলে সে। 
বোকা - বলেছিলে তুমি, 
হাসির আস্তিনে লুকোনো ছিল  
আত্মহঙ্কার!! জ্ঞানের গরিমা!!
বুদ্ধির মহিমা!!
অলীক নিরুত্তর, ইচ্ছে হয়েছিল বলে - 
মুহূর্ত্তের বিযুক্তি, সত্তার মুক্তি।
এ বোধ কি তোমার হয়নি প্রেয়সী??

Comments

Popular Posts