শুধুই পড়া

বর্ষা নিয়ে সকলেই লেখে,
ভেবেছিলাম আমিও একদিন লিখব
ব্যাস্ত জীবন, ফুরন্ত সময়
লেখা আর হয় না
শুধুই পড়া, ওপর থেকে
নিচ থেকে - ধপাস আর ধপাস 
উত্তরত্তর উন্নতির ফাঁদে কেবলি হারায়
গোছানো ভবিষৎ হাতছানি দেয়
প্রহর গোনে অগ্রজ-অনুজ
কারিগরি বিদ্যার ফাঁদ, ডাক্তারির ফাঁদ
ওকালতির ফাঁদ — 
অগত্যা ! বুকে পাথরভার রেখে নিঃসাড়ে
পাড়ি দিই গোছানো ভবিষ্যতের জানালায়
বর্ষার এখন আর বাইরে দেখা পাই না
বর্ষা এখন অনবরত ভিতরে..
ক্রন্দনরতা । 

Comments

Popular Posts