আমাদের ছেলেবেলা

ফেলে আসা দিনগুলি
দুপুরের ডাং-গুলি
এককৌটো কাঁচের গুলি
হাফ-প্যাডেল সাইকেল
জমানো স্ট্যাম্প,
লাট্টু-লেত্তি,
স্কুলমাঠে ফুটবল,
বর্ষায় ভিজে কাঠ,
শালবনে মৌচাক,
জমাটি পিকনিক্।

বিনাকা গীতমালা,
শনিবারের বারবেলা,
দুপুরের নাটক,
রেডিওর আড্ডা,
ন্যাকা-বোকা প্রেম,
দোতলার বারান্দা,
দূরের রেল-লাইন
সিগারেটের সুখটান
নুন-শো’র রোমাঞ্চ।

অদেখা অজানা
কত কি না চেনা।
ইজেল বন্দি
রকমারি ফন্দি।
এতে আছে ছন্দ
কিশোরবেলার গন্ধ।
এর বেশি ভাল নয়
ছেলেবেলা বর্ণময়।

Comments

Popular Posts