দ্বিধা
বাসের পা'দানিতে
এক পলক
চারিধারের হলুদের মাঝে
লাল চুড়িদারের ঝলক,
মরেছি বহুবার
তবুও..
তবুও হারায়নি
দিগন্তরেখার ওপারের বলিরেখা
দৃষ্টিরেখার ওপারের নৈশব্দতা
চোখের দ্যুতির অভ্যন্তরে
শূণ্যতা ঘেরা শঙ্কায়
নিঃসংশয় হতে দ্বিধা..
সময়ের অভিশাপ!!
না প্রেমের অভিঘাত।।
এক পলক
চারিধারের হলুদের মাঝে
লাল চুড়িদারের ঝলক,
মরেছি বহুবার
তবুও..
দিগন্তরেখার ওপারের বলিরেখা
দৃষ্টিরেখার ওপারের নৈশব্দতা
চোখের দ্যুতির অভ্যন্তরে
শূণ্যতা ঘেরা শঙ্কায়
নিঃসংশয় হতে দ্বিধা..
না প্রেমের অভিঘাত।।
Comments