ধরা অধরা

লিকলিকে চেহারা তনুমন অনুভব
সোজাপথ বাঁকাপথ যায় চলে এগিয়ে
অশরীরী শরীরে ফাঁকা নাকি দেহভাব
ভান করে ধ্যান করি তাই যাই পেরিয়ে
তুমি-আমি আমি-তুমি বাকিটুকু চিনিজানি
খাই-খাই শুধু খাই বাজারের আমদানি
লেবড়ার লেবড়ি এই নিয়ে টোকরি
হ্যাংলামির একশেষ বোকামির খোপড়ি
বাদে-বাদে বিবাদ, না মিটলে বরবাদ
দেহ গেলে সব যায় লেবড়িরা ধোকা খায়।
যার যায় তার যায় বাকিরা তো মজা পায়।
তবু কেন লেবড়ি ডাকে শুধু লেবড়া
প্রেম বিনে জগতে লেবড়িরা লেবড়া।
এই প্রেম দেহ নয়, অভিনয় অভিনয়
অভিনেতা একলা, বাকি সব ধোকলা।
মুখে দিলে গলে যায়, অধরা কি ধরা যায়?

Comments

Popular Posts