আধুনিক মানুষ

মাখনের মত তুলতুলে হাত ভাবলেই চুমু খেয়ে ফেলি
নাহ্ সেক্স-এর বিন্দুমাত্র গন্ধ নেই… 

সে যে শব্দাবলী।
রাত বাড়ে রতি ওড়ে, তবু না থাকে যন্ত্রণা
নাহ্ শরীরি নয়, 
বার্তালাপ-প্রেমালাপ-তর্কালাপ

শেষমেষ জড়িয়েছে সম্পর্কের টানাপোড়েনে
নিপীড়নে !

তাক ধিনা ধিন ধিন
তাদের খাড়া দুটো শিং, 
তারা মানুষেরই জিন

নাহ্ ভুত নয় রাবন নয় দানব নয় - মানুষ !
সে যে -
জবাই করে বোঝাই করে !

উফ্ কি তাচ্ছিল্য ভরা দৃষ্টি মৃগনয়ণীর
কামিজ সেমিজ লালে লাল
রক্তাভ রক্তস্নাত
কালে কালে কি যে সব দেখি !

ভেড়ার দেশে মানুষের বাস
নাহ্ ,
মানুষের দেশে ভেড়ার উপবাস ।

Comments

Popular Posts