জুড়োলো ভাই জুড়োলো, কবির পরাণ জুড়োলো

লেখাগুলো পালটে গেল
  রব শুধুই গেল-গেল
  শালিক পাখির হলো বিচার
  বট বাবাজির আজব কারবার।
  নিকোনো দাওয়ায় বসে বেকুফ
  দিনান্তে চলে শুধুই ফেবুক
  এধার গেলে ওধার আসে
  বিচার বাবা হাজির আবাসে
  হুকুম তলব করতে হবে
  বেকুফ গেল আসমানেতে
  বানিজ্য যার তারই সাজে
  সময় আজ বদল মাগে
  বদল বদল বদল চাই
  চলরে এবার মাদল বাজাই
  শুনে রাজা বেজায় খাপ্পা
  রাজ্য জুড়ে লারেলাপ্পা
  ধর্ম কর্ম চুলোয় যাক
  বলেন সবাই বালাই ষাঠ
  বিচার আচার উঠলো লাটে
  শালিক পাখি মরলো ঠাটে।
  শেষ করি ভাই এই বলে
  যদিও যাবে সবই ভুলে - 
  নটে গাছটি মুড়োলো
  কবির পরাণ জুড়ালো। 

Comments

Popular Posts