বিচ্ছিন্নতার ধারাপাত

                 (১ ) 
    
  বৃষ্টির ফোঁটাগুলোর আলগা-শ্রী
  ধারাপাতে বিলীন
  নাচুনির আজ বানভাসি
  স্বপ্নের বুনোট নাকের ডগায় সারিসারি - 
  থমকে দাড়িয়ে
  তবুও,
  কনক হাসে কাঁদে কথা বলে। 
   
  নেশাগ্রস্থ সমাজ লাজুক ধরিত্রী
  হাওয়ায় বিষ সেবার ভান
  চিলতে সততা ঠিকরানো তেজ
  ভাঙা সহজ নয় 
  আজন্মের লালিত পাপ স্খলন
  নাহ তা হবার নয় … 

  সৃষ্টির আবেশ অবিরাম বেগবতী 
  গল্পেরা হুল ফোটায় কবিতার পাতায়
  রক্তগুলো জমাট 
  আঁশটানি গন্ধ মেছুনির সারি
  এযেন নোনাধরা দুপুরের কাহিনী
  ধুর ছাই - 
  উপন্যাস আসেনা কেন 
  হাটিহাটি পা-য় …


                 (২) 
  
  লেখকের কাজ লেখা, হোক না সে শিকড়হীন
  বেদুইনেরও কি জাত থাকে
  সবাই কি পাথরকুচি হতে পারে!

  জাল বদ্ধ সমাজ মাকড়সার বাড়ি
  নতুন কি আর আছে সবই পুরাতনী
  সৃষ্টির এধার নতুবা ওধার 
  
  আসছে বছর আবার হবে
  সেই এক গান এক কথা হাজার বার
  বারংবার,
  এটাই চার্বাক এর চর্বিত চর্বন । 

  হিন্দুত্ব শিবত্ব দেবত্ব দেহতত্ব
  সবে মিলে অদ্বৈত্ব
  এক ব্রহ্মা এক বিষ্ণু এক মহেশ্বর
  বাকিসবই নশ্বর ! 
  

                 (৩) 

  জেব্রা ক্রসিং-এর ধার দিয়ে বাচ্চাটা পা বাড়িয়েছে
  ব্রেক কষার সময় পাইনি
  লিলিপুটের দেশে এইমাত্র পাড়ি দিল
  মানুষ নয় পিঁপড়ের সারি
  চিত্রগুপ্তের খাতায় কি লেখা হবে
  এই মৃত্যু সংবাদ
  বিচার কি হবে যমের দুয়ারে
  কল্পনার বিস্তার চাষযোগ্য মাটিতেই হয়
  সব দেহে কি কবিতা বাসা বাঁধে ! 

  

Comments

Popular Posts