আমি ভাল ছেলে
জলের ডাক শুনেছিস
পাশের এঁদো পুকুর ডাকে দুপুরে
নারকেল গাছটা এখনো ফল দেয়
অশ্বথ্ব গাছের পাতায় নাকি বেশি অক্সিজেন
দূরের করমচা - আহঃ টুকরো-টাকরা টক-ঝাল
আর তোর গোপন স্মৃতি
আড়ালে আবডালে চোখের হানাহানি
বাতাসের কানাকানি
লয় তান সুর জাগে শরীরে ঐ ডাক দেয়
রোমকূপে উত্তাল ঘোড়া ছোটে - আর
মৃত বীর্যেরা …
পাশের এঁদো পুকুর ডাকে দুপুরে
নারকেল গাছটা এখনো ফল দেয়
অশ্বথ্ব গাছের পাতায় নাকি বেশি অক্সিজেন
দূরের করমচা - আহঃ টুকরো-টাকরা টক-ঝাল
আর তোর গোপন স্মৃতি
আড়ালে আবডালে চোখের হানাহানি
বাতাসের কানাকানি
লয় তান সুর জাগে শরীরে ঐ ডাক দেয়
রোমকূপে উত্তাল ঘোড়া ছোটে - আর
মৃত বীর্যেরা …
নাহ থাক্ ঃ
লুকিয়ে কতই না গোপন স্মৃতি,
আমি ভাল ছেলে ।
লুকিয়ে কতই না গোপন স্মৃতি,
আমি ভাল ছেলে ।
Comments