অনিকেত শুনছ

অনিকেত স্বপ্নগুলো ঝুরুঝুরু ভাসে বাতাসে
দেবদারু ক্রিসেন্থিমাম ইউক্যালিপটাস সবাই হাসছে
দুলছে লাল - হলুদ -সাদা আর সাথে ...
সকালের আকাশ আবেশিত রাধাচূড়া কৃষ্ণচূড়া
ভাল লাগে !

ভয় হয় টাকা ছাড়া দুনিয়াটাই বিষ্ময় ।
শেয়ার বাজার নিফটি সেনসেক্স আরোও কত কি
কবিতা কি শুধুই হয় - উপাদান লাগে আধান লাগে
ব্যবধান লাগে !

সাহিত্য ও শেয়ার বাজারের তালমিল - গরমিল
তেজী বাজার বড় না সাহিত্য বড়
বোঝেনা অনিকেত ভাল লাগে তাই লেখে, খাবার যোগায়
তাই খায়
শরীরের বা মননের !!

কাচের জানালার ফাঁকে জলপরী দেখা যায়
দেখা যায় আরোও বেশি কিছু
উন্নত পেশী উন্নত মন উদ্ধত জীবন
পর্দা ওড়ে - সাদা মেঘ সাদা বাষ্প সাদা টাকা
মিলেমিশে একাকার !

অনিকেতের সত্তা আজ নিরাকার
আগুন জ্বলে দাউদাউ শিবসাগরে ভাসে হাউই
ভোমরা কি তবে গান গায় - সেই গান !


তুমি ডাক দিয়েছ কোন সকালে ...

Comments

Popular Posts