এক-দুই-তিন-চার

(১)
পাশের গলি দিয়ে পেরোনো মেয়েটিকে দেখে
আদেখলাপনার একশেষ
সাইকেলে পিছু, বেকুফির চূড়ান্ত
ফ্যান্টাসি উড়ন্ত, বাপ-মা বন্ধু হয়নি তার,
মাসুল গুনছে পরবর্তী প্রজন্ম !!

(২)
ফুল ছেড়ে ফলে আকর্ষণ বেশি
দেখার চেয়ে খাওয়ার আনন্দ বেশি
রেপ বাড়বে না কেন ? বলেছিল ভেকধারী।
মানুষ কত উলঙ্গ হয় !!!

(৩)
তারাপদ বেশি পড়ে নি, কিন্তু রোজগেরে
হরিদা'র দোকানে রেডিও সারাই করে
দু-পয়সা উপরিও আছে
সুদীপ পড়াশুনা করেছে, পাড়ার ঠেকে বসে
রাসলীলা করবে বলে
চল সুদীপকে হরিদা'র দোকানে কাজ শেখাই..।


(৪)
লেখাপড়া সাঙ্গ হলে অ-লেখাপড়াগুলো বাড়ে
নীতিনিয়মের জঞ্জালগুলো পিছু ফেলে এগিয়ে যায়
সভ্য সমাজ !!!

Comments

Popular Posts