ধন্য কবি, ধন্য

বৃষ্টিকণার মতই বাতাসকণাও কথা বলে
স্থির বাতাসে আন্দোলিত ফ্যান বদলে দেয় ঘূর্ণি
চিন্তার-চেতনার
সিদ্ধান্ত বদল; বুঝেছিল অনিকেত ফেরৎ হবে না
কে জানে বাতাসদেবীও আছেন কিনা বরুণ দেবতার সাথে
নিঃশব্দে...

পালাবদলের খেলা অজান্তেই ঘটে
রাজপাট বদল হয় সংসারপাট বদল হলেই চিন্তা?

স্লিভলেস টপ, স্ট্রেচড জিন্স ভাল লাগে একথা সব পুরুষেই মানে
একান্তে, কেন যে স্বীকার করে না সুঠাম দেহেই ভাল খেলে
নগ্নতা !

দেবের সাথে দেবী, অসুরের সাথে অসুরী
মানুষের সাথে মানুষী, পাগলের সাথে পাগলী
সোহাগের সাথে সোহাগী, আলোর সাথে কি ?
আলেয়া । এই ছোট্ট উত্তর পেতে এতগুলো লাইন লিখতে হলো !

ধন্য কবি, ধন্য। 

Comments

Popular Posts