হায় করুণাময় ঈশ্বর!!!
আমি একযুগ পার করে ভাবি - কি হবে!
কয়েকটা গান কবিতা প্রবন্ধ
আবার যে কে সেই..
আমরা খাব-ঘুমাবো-মৈথুন মত্ত হবো.
আবার ভোর হবে, সূর্য পুড়বে
নদী-নালা শুকোবে, বৃষ্টি পড়বে
পৃথিবী সুফলা হবে, কিন্তু … ?
রক্তবীজ বাড়ে আড়ালে
সুযোগের অপেক্ষারত
সাহিত্য কি পারে তাকে তাড়াতে
কলম নয়, জঙ্গীর ভাষা জঙ্গীই জানে
কবিতায় কি আর মৌলবাদ মরে?
ইটের জবাব পাটকেলেই হয়..। তাই কি?
আমরা কাঁদি প্রতিবাদ করি মোমবাতি জ্বালি
কালো ব্যাজ লাগিয়ে রাস্তায় হাঁটি
দিনকয়েক ফেবু-তে পোস্ট-এর বন্যা
রাত্তিরে ভাত-ডাল-মাছ
আরো বেশি কিছু হলে আমিষী বিছানা
ব্যাস! সব শেষ।
তাই বলি -
যাপিত জীবনের বোধ বাড়ুক নিরন্তর
ধর্মের হ্রাস-বৃদ্ধির মাঝে চিড়ে-চ্যাপ্টা ঈশ্বর
আশ জাগাই প্রাণে তুমি আসবে কোনোও এক রাতে
ডাইনোসোর বানিয়ে দেবে এই প্রজাতিটাকে..!
কয়েকটা গান কবিতা প্রবন্ধ
আবার যে কে সেই..
আমরা খাব-ঘুমাবো-মৈথুন মত্ত হবো.
আবার ভোর হবে, সূর্য পুড়বে
নদী-নালা শুকোবে, বৃষ্টি পড়বে
পৃথিবী সুফলা হবে, কিন্তু … ?
রক্তবীজ বাড়ে আড়ালে
সুযোগের অপেক্ষারত
সাহিত্য কি পারে তাকে তাড়াতে
কলম নয়, জঙ্গীর ভাষা জঙ্গীই জানে
কবিতায় কি আর মৌলবাদ মরে?
ইটের জবাব পাটকেলেই হয়..। তাই কি?
আমরা কাঁদি প্রতিবাদ করি মোমবাতি জ্বালি
কালো ব্যাজ লাগিয়ে রাস্তায় হাঁটি
দিনকয়েক ফেবু-তে পোস্ট-এর বন্যা
রাত্তিরে ভাত-ডাল-মাছ
আরো বেশি কিছু হলে আমিষী বিছানা
ব্যাস! সব শেষ।
তাই বলি -
যাপিত জীবনের বোধ বাড়ুক নিরন্তর
ধর্মের হ্রাস-বৃদ্ধির মাঝে চিড়ে-চ্যাপ্টা ঈশ্বর
আশ জাগাই প্রাণে তুমি আসবে কোনোও এক রাতে
ডাইনোসোর বানিয়ে দেবে এই প্রজাতিটাকে..!
Comments