শব্দকণা-আলোককণা

শব্দের ছটাগুলো আলোকণার গা ঘেঁষে দাড়িয়ে
যমুনা দ্যাখে, চুপটি করে দ্যাখে
" ঘ্যাঁ..........চ " 
" ছরছর..........ড় " 
রকমারি শব্দ, রকমারি আলোর ছররা
ছেলেবেলায় ব্যাগ কাঁধে দাঁড়িয়ে দেখত নিতাইদার গ্যারেজে
এখন দ্যাখে নিজের গ্যারেজে
একে মেয়ে তাই গ্যারেজ মেকানিক
হৈ হৈ রৈ রৈ...
গেল গেল গেল সব
ধর্মভ্রষ্টা আখ্যানও জুটেছিল সেই কালে
আজ ২৫০ লোকের রুজি, দেখলে ১০০০ পেট ।

হারায় শব্দের ভীড়ে এক চিলতে ঘর
খাওয়া-বসা-শোওয়া
বাপি-মা-দাদা
ঠনঠন, ঠুনঠুন, ঠং-ঠাং, টননননন... 
বাসনের অনুরণন
শব্দের পরিপাক ।
শাক-ভাত, গরীবের খাদ্য !

ওঁয়াআআআআআআআ....
প্রসব যন্ত্রণা উপশম
খুলছে, চোখ-কান-নাক-মুখ-ত্বক
জমছে শব্দকণা-আলোককণা
উজ্বল ভোর অগনিত তারা
না জানি নতুন কোন ধ্রুবতারার
আগমনী গান হলো।

Comments

Popular Posts