সুকন্যা তুমি ভাল আছ?
সুকন্যা তুমি ভাল আছ?
ফোয়ারা গুলো কাজ করছে?
দেখো আবার গ্রীষ্মের দাবদাহে ভেতরের জল যেন না শুকায়
তাহলে আগুন বেরোবে, ওতে আমার বড্ড ভয়।
।
।
।
।
।
মিষ্টি সকালে চা না কফি কি খেলে?
আমার আবার সুগার বেড়েছে, তাই কোপ পড়েছে মিষ্টির ওপর
এখন সকাল হলেই গ্রিণ টি, আল-গ্রে, আর, আর জানি না
।
।
।
।
।
সকাল গড়িয়ে দুপর হলো.. কাজের মাসি এসেছে?
সব্জিগুলো কাটিয়ে নিও.. তুমি আবার কখন হাত কেটে বসবে..
এখন তো হাত কাটলেও ব্যথা করে না বল, হৃদয়ের ব্যথা বাড়ছে যে।
।
।
।
।
।
দুপুর গড়িয়ে বিকেল হলো। মলে যাবে না?
শোরুম ডাকছে, সুন্দরীর পা না পড়লে ওরা যায় কোথায়
নীলচে-লাল স্কার্ফটা বেঁধে যেও, ঠান্ডা বাড়ছে, কখন লেগে যাবে।
।
।
।
।
।
হিম পড়েছে, ওভারকোটের সব বোতামগুলো লাগিয়ে নাও, স্কার্ফটাও টেনে বাঁধো
তোমার আবার সর্দির ধাত। সারাটা রাত্তির তখন হ্যাঁচ্চো আর হ্যাঁচ্চো। জল গড়াবে চোখ-নাক দিয়ে।
ঐ দেখেছ জল গড়াচ্ছে, চোখ দিয়ে। ওহ বুঝেছি এ জল অভিমানের জল.. হৃদয়ের জল।
।
।
।
সাবধানে খরচা কোরো সুকন্যা। হৃদয়ের জল শেষ না হয়, আমি কিন্তু হিসেব নেব। ওহ, আবার! আচ্ছা বাবা স্যরি..। স্যরি..। স্যরি..। এবার তো বল সুকন্যা ভাল আছে।
Comments