বদলাচ্ছে, সব পাল্টে যাচ্ছে, এমনকি মানুষও...
"প্রেম" শব্দটা বাজারে খায় ভাল তাই আমি
করি-লিখি-পড়ি-দেখি-দেখায়..... "লাভ-সেক্স-ধোঁকা"।
তুই কি ভাবিস "প্রেম" মনের ভাব??
না রে না.. শরীরে ডোপামাইনের রকমফের
ঘটায় যত কান্ড... লাগে আজগুবি সব।।
অনেকে বলবেন রুপক নেই কবিতা নয়,
আমি বলি - না হোক কবিতা, লেখা তো??
মানুষ তো পড়ে, সময় বদলায় দেশ বদলায়
চেতনা বদলায়... কবিতা বদলাবে না?? প্রেম বদলাবে না??
বদলাচ্ছে, সব পাল্টে যাচ্ছে, এমনকি মানুষও...
মস্তিস্কে ডোপামাইন ক্ষরণ বদলাচ্ছে.। সাবধান!!!
Comments