অ-শরীরি

নিঃশব্দ রাত্তিরে কাব্য কও বধু
ভালবাসার কাব্য! ঘুম ভাঙানিয়ার কাব্য!
বধু ধরা তো পড়েইছি শর্ত হীন আবর্তে
প্রমান চাও বধু?

নিঝুম রাতের তারাদের মাঝে দেখ
ভোরের হিমেল বাতাসে কান পেত
সবেতেই আমি, কখনও শরীরি
কখনও অশরীরি!

Comments

Popular Posts