আমার পরী!

আমি তো বেশ আছি
বৃষ্টির আলিঙ্গনে তোকে স্পর্শ করি
অযাচিত আবেশে সিক্ত হই
মূহুর্তের জাগরণে স্বপ্নিল বুনোটগুলো চুরচুর হয়
কান্না আসে দমকে-দমকে
এক ঝলক টাটকা হাওয়া এসে বলে,
কাঁদিস কেন বোকা আমি তো এখানেই আছি তোর সাথে
তোর মাঝে তোর ভেতরে।
  
আবার উঠে বসি, ধ্যানস্থ হই
নাজানি মনটা পেরিয়ে কোন সুদূর দেশে হাজির
কিছুই বুঝি না ছাই, শুধু বুঝি ভাল লাগে তাই
আসি বসি তোর দোরে
শিহরিত হই
তুই ডাকিস একথা বলতে পারিনে
পাগল বলবে যে লোকে...

হালকা ডাকে ঘোর কাটে,
গোলাপি ফ্রক, সাদা ফ্রিলে তাক লাগানো,
 ডানা কাটা - ছোট্ট পরী 
আমার পরী!

Comments

Popular Posts