বল তো কিছু

  জীবনের জয়গান গাও কবি 
  আর কতকাল প্রেমের কথা বলবে
  প্রেম শুধুই জৈবিক, শুধুই মৃত্যুমুখী
  কালো গহ্বরের চেয়েও গাঢ় কালো
  সাদা বরফের মত স্বপ্ন-সাদা
  সাগরের বুদবুদের ফেনিল-গন্ধ
  শুধু সেই কথা বল,
  বল তোমার বাতাসে ভাসার কথা
  বল দিক্শূন্যাপুরের বাল্য গাথা
  বল তোমার সবুজ জীবনের ব্যাথা
  জানি নিঃস্ব রিক্ত শব্দ প্রকাশ করতে নেই
  তবুও...
  বল তো কিছু
  চুপ করে থেক না....।  

Comments

Popular Posts