বিত্ত বদল
এ ধরীত্রির কোথাও কি একটু আছে ফাঁকি
কোথাও কি আছে একফালি বিছানা
বড্ড ঘুম পাচ্ছে
আর পারছি না, এবার অন্তত বলি,
দূরাস্ত জেনেও একথা বলি - আমি হারি নি, হারবো না।
মধ্যবিত্তের বদল ঘটেছে, বিপরীতমুখিনতায় বয়েছে মুক্তবাতাস
চিন্তায়-চেতনায় মুক্তি আঁকিবুকি কাটে অনবরত
- হা মধ্যবিত্ত! হা মধ্যবিত্ত! হা মধ্যবিত্ত!
বিত্তের মধ্যতা নয় এ, মনের মাঝারিতা
অদৃশ্য জাল কেটে বাইরে আসারই অপর নাম
বিত্তবদল।
তুমি কি আসবে পাশে, ধরবে হাত?
চল না দুইএ মিলে বিত্তের বদল ঘটাই।
কোথাও কি আছে একফালি বিছানা
বড্ড ঘুম পাচ্ছে
আর পারছি না, এবার অন্তত বলি,
দূরাস্ত জেনেও একথা বলি - আমি হারি নি, হারবো না।
মধ্যবিত্তের বদল ঘটেছে, বিপরীতমুখিনতায় বয়েছে মুক্তবাতাস
চিন্তায়-চেতনায় মুক্তি আঁকিবুকি কাটে অনবরত
- হা মধ্যবিত্ত! হা মধ্যবিত্ত! হা মধ্যবিত্ত!
বিত্তের মধ্যতা নয় এ, মনের মাঝারিতা
অদৃশ্য জাল কেটে বাইরে আসারই অপর নাম
বিত্তবদল।
তুমি কি আসবে পাশে, ধরবে হাত?
চল না দুইএ মিলে বিত্তের বদল ঘটাই।
Comments