কালো মেয়ের ব্যাথা
কালো মেয়ের কথা কেউ কেন বলে না
না বলা কথা শুনতে ইচ্ছে তো করে
একবার তো বল চোখ ভারী সুন্দর
ত্বকের টেক্সচারটা ভারী উজ্জল
নাক টিকালো, ভুরুযুগল টানা,
নখের গড়ন অতিব ভাল
আরোও কত কি ভাল
ভালর কি আছে শেষ
বল তো হে পুরুষ
একবার টি বল
ভারী ইচ্ছে
শুনি তো
তোমার
মুখে
হ্যাঁ।
না বলা কথা শুনতে ইচ্ছে তো করে
একবার তো বল চোখ ভারী সুন্দর
ত্বকের টেক্সচারটা ভারী উজ্জল
নাক টিকালো, ভুরুযুগল টানা,
নখের গড়ন অতিব ভাল
আরোও কত কি ভাল
ভালর কি আছে শেষ
বল তো হে পুরুষ
একবার টি বল
ভারী ইচ্ছে
শুনি তো
তোমার
মুখে
হ্যাঁ।
Comments