আঁকিবুকি ৭

রাত্তিরের সঙ্গম সকালে মিলে যায়
ভরিয়ে দেয় প্রাণ বায়ূ
শুরু হয় নতুন দিন, নতুন সঙ্গম
কোথাও শুনেছিলাম এক বৃদ্ধার কথা - 
আমরা তো প্রতিদিনই সঙ্গমে ভাসতাম
শেষ দিনেও ভেসেছি
তুমিই বল হাতে হাত রাখা কি সঙ্গম নয়? 
কখন যেন প্রাণটা বেরিয়েছিল ওর,
জড়িয়েছিল আমাকে
সঙ্গম কি শুধুই যৌনতা?

Comments

Popular Posts