৫৩-বি বাসস্ট্যান্ড

অবাধ্য যৌবন উচাটন মন
রাস্তার ওপারে উপচানো যৌবন
হ্যাংলা চোখ তেড়ছা দৃষ্টি
শরীরে হানা দেয় অজস্র বৃষ্টি।

একতাল গা ঘিনঘিনে যৌবন
নগ্ন স্নানঘর, মগ্ন পুরুষ
গোপন স্বপ্ন, নিরাভরণ দৃশ্য
রত্নাবলী আবারও নগ্ন। 
  
ফাগুন পাড়ি দিয়েছে ত্রিশেক
পাক ধরেছে চুলে,
রত্নাবলীর ৫৩-বি বাস
বদলায়নি আজও
পিছু ছাড়েনি তেড়ছা দৃষ্টি। 

Comments

Popular Posts