অরো-ভিলার কবিতা
বন্দিদশায় আচ্ছন্ন
সংস্কার বিচ্ছিন্ন
ভগ্নপ্রায় ব্যবস্থা
রাজকীয় হেনস্থা।
রাজকীয় হেনস্থা।
পাচনতন্ত্রে কীট
দেহে রক্তালপতা
বাঁচার ক্ষীণ আশা
তবুও বারুদের ভাষা।
স্বাধীনতার ছদ্মবেশ
গোধরার একশেষ
গেরুয়ার অহংকার
পিতামাতা গণৎকার।
শহুরে বাগ্মীতা
অকারণ ভণিতা
সুভাষিত ভিলা
সুনীলের নীলা।
দেশ শুধু দেশ নয়
জেনো সুন্দরী হাসনুহানা
মরমীয়া গান শোনো
কাটাও নরক যন্ত্রণা।
দেহে রক্তালপতা
বাঁচার ক্ষীণ আশা
তবুও বারুদের ভাষা।
স্বাধীনতার ছদ্মবেশ
গোধরার একশেষ
গেরুয়ার অহংকার
পিতামাতা গণৎকার।
শহুরে বাগ্মীতা
অকারণ ভণিতা
সুভাষিত ভিলা
সুনীলের নীলা।
দেশ শুধু দেশ নয়
জেনো সুন্দরী হাসনুহানা
মরমীয়া গান শোনো
কাটাও নরক যন্ত্রণা।
Comments