হায় খেলাঘর !

সুরক্ষিত ত্বক বিজ্ঞাপনী ভাষা
রমণীয় ছলাকলা
আবেশ আভরণহীন
তবুও দেবী
আমাদের
উর্বশী রম্ভা কেতকী
গ্ল্যামার উপচানো রস
গড়ায় টপাটপ
হাসছি-কাঁদছি সবাই আড়ালে-
আঁধারে, আগামীর কাঁচুলি
খসে পড়ে বসন
নির্জন রাত্রি
বিছানায় একাকী
রমনে মন্থন
ফড়িং এর মৈথুন
দেশ কাল জাতপাত
ভেদাভেদ শূন্য
আগামীর ইতিহাসে
লিপিকার নগন্য !

Comments

Popular Posts