যদি বাড়াও হাত

যদি বাড়াও হাত নিশ্চিত পাবে মনে রেখো
হয়তবা আমি অথবা অন্য আমাকে
দিকে-দিকে বার্তা যাবে উড়ে
ফিঙে পাখীর হাত ধরে
আসবে শীত গ্রীষ্ম বর্ষা শরৎ
নাহঃ হেমন্ত নয়, পাতা ঝরা আমার ভাল লাগেনা।

যদি বল লজ্জাবতী লতা হব
গোপনে রম্যলীলা রচিব
লাল নীল রঙচঙে হব
ওষ্ঠে ওষ্ঠ মেলাবো
প্রিয়া নামে ডেকো নিজেকে
সাদা উড়নির বাঁকে পাবে আমাকে।

যদি বল লবঙ্গলতিকা হবো,
আমি বলি সময় পেরিয়েছে
আবারো বলি সময় পেরিয়েছে ঋতুর হাত ধরে,
জানালার পর্দা ফেল হে রমনী
না জানি কোন পথ ধরে কালপুরুষ এসে পড়ে !

এস ঘর বাঁধি রমনী নিজের সাথে নিজের ঘরে।

Comments

Popular Posts