তারাদের শুভারম্ভ ....

সূর্য ঘুমোলে তারারা খেলা করে
একবাটি চাঁদের আলোয় জোনাকি
উড়ে বসে জাম পাতায়, মাকড়সারা
আজ আর পাতায় বসে নি
আলো থেকে দূরে যেতে হবে তাদের
জাল বিস্তার বেশি দরকারি
শব্দগুলো নিঃসাড়ে পর্যবেক্ষণরত
জোনাকির ... 

কাজের মেয়েটির স্কুল রাত্তিরে
বড়দিদি বড় চাকুরে, বড় বাড়ি-বড় গাড়ি
হাঁকিয়ে আলোর বিস্তারে পা রাখেন নাইট্স্কুলে
তারারা খেলে আপন খেয়ালে, শব্দগুলো অবিরাম
আনন্দে বিহ্বল, কারণ - 
মাকড়সারা আর ত্রিসীমানায় নেই
জাল বিস্তার বন্ধ।

বৃষ্টি মিলেছে আলোতে, রামধনু দিগন্তরেখায়
জাম গাছ বেজায় খুশি, রাতের জোনাকির বিস্তারে
মাকড়সা'রা আর নেই, পালিয়ে গেছে ....
তারা'দের শুভারম্ভ ....

Comments

Popular Posts