বাতাস

একটা হালকা বাতাস গায়ে দোলা দেয়
পাতার শব্দে তার পরিচয়
কতশত শব্দহীন বাতাস থাকে জীবনে
ধর্মের বাতাস অধর্মের বাতাস
ভালবাসার বাতাস ঘৃণা ভরা বাতাস
জীবনের বাতাস মৃত্যুর বাতাস
ভোরের বাতাস সকালের বাতাস
দুপুরের বাতাস বিকেলের বাতাস
সন্ধের বাতাস রাতের বাতাস
লালপাতাবাহার কানেকানে বলে -
আর আমার সাথে রাত পেরোনো ভোরের বাতাস!

Comments

Popular Posts