নির্জনতায় বাতাস আসে যায়
নির্জনতায় বাতাস আসে যায়
একাল বদলে ওকালে
সময় পালটে অসময়ে
ভোর জমাট বাঁধে সকাল বাড়ে
বিকেল অনেকদূর রাত্রি আলোতে মত্ত
বাতাস বয়ে চলে এক থেকে দুই
দুই হতে তিন - যাযাবর
অনু পরমানুর কাহিনী লুকোনো আস্তিনে
যেমন আধার সেইমত প্রাপ্তি
ভাঁড়ার শূন্য না রাখে কখনো
তবুও পাহাড়িয়া থমকে
চূড়োয় বাতাস আসেনি এখনো
একলা সে অপেক্ষায়
অনন্তশয্যার প্রাক্কালে
স্থিতধী ডাক পাড়ে - হে অগ্নি
বাতাসকে বইতে দিও
জলকে প্রাণ দিও
ধরিত্রিকে অস্থিচর্মসার
আকাশ তুমিও আসবে আমি বাড়ি ফিরবো।
একাল বদলে ওকালে
সময় পালটে অসময়ে
ভোর জমাট বাঁধে সকাল বাড়ে
বিকেল অনেকদূর রাত্রি আলোতে মত্ত
বাতাস বয়ে চলে এক থেকে দুই
দুই হতে তিন - যাযাবর
অনু পরমানুর কাহিনী লুকোনো আস্তিনে
যেমন আধার সেইমত প্রাপ্তি
ভাঁড়ার শূন্য না রাখে কখনো
তবুও পাহাড়িয়া থমকে
চূড়োয় বাতাস আসেনি এখনো
একলা সে অপেক্ষায়
অনন্তশয্যার প্রাক্কালে
স্থিতধী ডাক পাড়ে - হে অগ্নি
বাতাসকে বইতে দিও
জলকে প্রাণ দিও
ধরিত্রিকে অস্থিচর্মসার
আকাশ তুমিও আসবে আমি বাড়ি ফিরবো।
Comments