Skip to main content
সাথে থাকবেন, নইলে পিছিয়ে পড়বেন - ১১
আমার নমু-রানীকে টুলে বসিয়ে রেখে ইনজাস্টিস করেছিলাম, আরোও একটু ভাল জায়গা দেওয়া উচিত ছিল। তাই গুটিকয়েক ছবি উপহার দিলাম। বাকি ছবিগুলো রাত্রে ন্যাট জিও-তে অন্য আরেকজনের জন্য দেবো। তখন সবাই দ্যাখে নেবেন।
অর্ডারটা একটু ডাউনলোড করার সময় ঠিক করে নেবেন। আমার শরীর আর টানতে পারছেনা আজ।
সরকার-বাবু
Comments