সাথে থাকবেন, নইলে পিছিয়ে পড়বেন -১

প্রায় দশ বছর যাবৎ এক ভোঁদু এক বড় প্রতিষ্ঠানে সেবা করেছেন। সেই সেবার ফলাফল কি তা জানা যায় নি তবে ভোঁদুর নানান অভিজ্ঞতার ভাঁড়ার পূর্তি হয়েছে। আসুন দেখা যাক কি কি সেই ভাঁড়ার...
অনেক পর্ব ধরেই ভোঁদুর আত্মচরিত চলবে। আশাকরি এর সামান্য পাঠকেরা ভোঁদুর সাথ দেবেন। অবশ্য মানব জমিন তো এখন উত্তর ভারতেও ছড়িয়ে পড়েছে। এটা বড়ই আশার কথা - উত্তর - পূবের মিলন ঘটছে !
সে যাই হোক ফিরে যায় কাজের কথায় - ভোঁদু ছোট্ট শহরের ছোট্ট চাকরি করা ছাপোষা বাপ-মা'র ছেলে। তার বিদ্যে-বুদ্ধি-দেখা সবই কম। তাই বড় প্রতিষ্ঠানের বড় খোলামেলা জায়গা, বড় গাড়ি, বড় !!! মানুষজন দেখে বেবাক হওয়া ছাড়া উপায় কি আর থাকে। তবু চাকরিতে ঢোকার সময় মুখ ফুটে বেরিয়েছিল গ্রোথ না হলে আমি কিন্তু ছেড়ে দেবো।
জানিনা ভোঁদুর বস অর্থ বড় ভোঁদু কি এমন দেখেছিল যে তাতেও মেনে নেয়। বড় ভোঁদু সাথে তার সম্পর্ক ছিল বড়ই অম্ল-মধুর। একটা কথা বলে রাখা ভাল এই বড় ভোঁদুরা কিন্তু কেউই আসলে বড় নন। রবীন্দ্রনাথের কবিতার একটা লাইন একটা বহুযুগ আগে পড়েছিল ভোঁদু - দুই বিঘা জমিন কবিতা - " বাবু যত বলে, পারিষদ-দলে বলে তার শতগুণ ... "

আজ শুরু তাই এই পর্যন্ত দিয়ে প্রথম পর্ব শেষ করছি। ভোঁদুর দশ বছর অনেক দিনের ব্যপার।

Comments

Popular Posts