শূন্যের সোজা পিঠ থেকে...



শূন্যের উল্টো পিঠে দাড়িয়ে থাকিস কেন সবসময়, 
সোজা পিঠে দাড়াতে পারিস না।

পাহাড়চুড়ো মাথা উঁচু করে তবুও আকাশ দূরে,
কিছুতেই ধরা দেয় না।
  
মেঘ ভেদ করে বোঝে পাহাড় - আকাশ ও সমুদ্র, 
দুইই এক..।
  
আকাশের মেঘ ও সমুদ্রের বুদবুদ দুইই ক্ষণিকের,
তবুও মন ভাল হয়।
  
সর্পিল রাস্তাগুলো ছাড়িয়ে গেলেই সাদা রাস্তা,
বিশ্বাস রাখলেই পৌঁছনো যায়।

প্রেম-আত্মা-পরমাত্মা বিষয়গুলো রকেট সায়েন্স নয়,
তাই আমি ভালবাসি, চর্চা করি!!

Comments

Popular Posts