প্রলাপ ১-২-৩


               প্রলাপ ১ 



অন্ধকার বাড়ছে, সবই শান্ত তবু অশান্ত 

জীবনের রং কি মরণের থেকেও গাঢ়?
কবিতার পাতার ছোট্ট একটা লাইক
তারও জোর এত!

আচ্ছা তোরা বল লাল-পাতাবাহারের কি উচিৎ নয়

মৃত্যুর সংবাদ ঢেকেঢুকে রাখা…
আর কতবার মরি বলত??
দেবাশিস্-গুলো এত মৃত্যুমুখী হয় কেন বলতো?

রাত্রি বেড়েছে, তারারা ক্ষণ গোনে ক্রমাগত

তাদেরও ঘুমোতে যাবার সময় হলো...
আচ্ছা সবাই যে বলে মরে গেলে তারা হয়ে যায়..
তুই কোন তারা হয়েছিস! - বল না?
  
নৈশব্দেরও ভাষা আছে লোকে বলে,
তোর কি ভাষা বল না? মৃত্যুর ভাষা!
একটু পড়ে নিই...


....................................................................................................
                      প্রলাপ ২ 

                 (১)
থাক না কথা…….  হোক না সব চুপ
শুধু থাক তোর গায়ে ধরা বাতাস
আমায় জড়িয়ে….. 

পাখির গানের কথা সবাই বলে
নদীর পাড়ের কথা কেউ বলে না কেন?
কেউ কি শোনে নি তাদের কবিতা …

যদি বলি থাক আমার কাছে,
থাক বসে পাশে অনন্তকাল ধরে - 
পারবি … 

পারবি নদীর পাড় হতে? বয়ে যাবে সময় …  থেকে যাবি তুই…

              (২) 

লাল-পাতাবাহার উচ্ছন্নে গেছে তাই জবাব দিল - 

ঝাঁ চকচকে মলের বাইরের মলগুলো দেখেছিস…
ভাল করে দ্যাখ। 
নদীর পাড় আর খুঁজে কাজ নেই… মলগুলো খোঁজ…
তাতেই মালামাল হবি… কবিঠাকুরে কি হবে???

....................................................................................................


                  প্রলাপ ৩

বাষ্পগুলো ডানা মেলে স্বপ্নতারা’র ঝাঁকে
ভাঙা নৌকো মেলা শেষে ঘাটে দাড়ি কাটে।

জোনাকির আলেয়ায় তারাদের ঝিকিমিকি
অধুনা সমাজের বাংরেজির মিকিঝিকি…

চাপের চপ খাবি খায় মাছের বাজারে
জনতার বিরিয়ানি পাচিত রাজনীতির দরবারে। 

প্রেম আবেশ শেষ হলে সূর্য মুক্ত হয় 
বুদ্ধ-শুদ্ধ-যুদ্ধ শেষে পাবলিক দৌড়ায়… 

Comments

Popular Posts