আমার বেনীমাধব
অশ্লীল.. 
পুরুষ মানিষের নাকি বীর্যই বল,হারালেই গেল!
 হায়…
 সেই কোন আতুরঘর থেকেই ডাকছি - হে ঈশ্বর …
 শক্তি দাও বিদ্যে দাও বুদ্ধি দাও বল দাও
 সরাসরি আর বলা হয়নি - বীর্য দাও ঠাকুর বীর্যশালী হই।
 ছিঃ ওসব কথা কেউ বলে - অশ্লীল.. মাগো মা । 
 আয়না 
 চিঠিগুলো ওড়ে আকাশে
 লাল সাদা হলুদ সবুজ কালো
 শুধু ধরতে পারলেই হলো, 
 অনেককিছু লুকোনো থাকে
 কেন যে কবিরা বোঝেনা !!!
 আত্মসমীক্ষা 
 নীরাদির শাড়ির ভাঁজে-ভাঁজে রহস্য
 পরতে-পরতে গাংচিলের হাতছানি
 বৃন্তচ্যূত অনাহূত রবাহূত হ্যাংলা কৈশর
 জানালার ওপারে 
 তবুও ধরা হলো কই
 ভীরুতার শিক্ষায় কি নীরাদিকে ধরা যায় !! 
 বাউলমন  
 সায়াহ্নের শিরা-উপশিরায় ফল্গুধারা বয়
 আরোও বয় গীত-গোবিন্দের ছন্দ
 রাবীন্দ্রিক গীতিকাব্য
 লালন ফকিরের বাউলমন
 বড্ড দেরি হয়ে গেল হে মানব
 আরোও একটু আগে এলে ভাল হতো
 জীবন দিয়ে জীবন দেখা যেত
 এখনও যায় তবে জীবন দিয়ে মরণ !!
 আমার বেনীমাধব  
 বেনীমাধব আজ কোন কথা কও আকাশে   বাতাসে ফুরফুরে আমেজে
 নিঃসাড়ে হানা দাও স্বপ্নপুরীর ওপারে
 মধুপুরী যোধপুরী সোনাঝুরি চাঁদমালার দেশ   পেরিয়ে
 গয়নাবুড়োর দেশে, গহীন যত বিদ্যে নবীন যত   পদ্য কর নিঃশেষ
 সেখানে শংখচিলের দল ভাসে আকাশে   বনমালীর সকাশে 
 পানকৌড়ি দেয় হানা, টুকরো-টাকরা কোলাজের   দানা
 জীবন কি এই হয় ? শঙ্কা জাগে মনে প্রাণ বলে   বারংবার -
 ওরে ভাবুক জীবন তেমনি হয় যেমনি দেখা   যায় …
Comments