ইচ্ছে হয় মেলে পাখা
অবেলায় রোদ পুড়িয়ে দেহ-ত্বক বদলায়
চাঁদমুখপানা নামেতেই সার্থক,
ভিতরের জ্বালা সেই জানে
ত্বকের খবর সবাই রাখে -
নারী তোমার খবর কেইবা রাখে !
সীমাহীন প্রত্যাশা ঠুনকো চুড়ি
চাঁদমুখপানা নামেতেই সার্থক,
ভিতরের জ্বালা সেই জানে
ত্বকের খবর সবাই রাখে -
নারী তোমার খবর কেইবা রাখে !
সীমাহীন প্রত্যাশা ঠুনকো চুড়ি
লহমায় ভাঙে চুরচুর
কেউ কথা রাখেনি,
স্বরস্বতী পূজো আজও আসে
বারংবার কড়া নাড়ে,
তবু নারী ফেরেনা পিছু আর !
খাতায় প্রেমের পাতা
এখন নেই আর
ফেবুতে ইতিউতি দেখে নারী
হৃদয়ের পাখি গেলে ফেরেনা আর,
নারী বুঝেও না বোঝে বারংবার !
রাত হয় গভীর
কড়া নাড়ে আজও সে,
খোলে ঝাঁপি, ইচ্ছে হয় মেলে পাখা,
মন চাই প্রাণ চাই চাই বহুকিছু
তবুও কি পাওয়া যায় প্রাণ জুড়ানো কিছু
নারী তুমি কি বল ?
কেউ কথা রাখেনি,
স্বরস্বতী পূজো আজও আসে
বারংবার কড়া নাড়ে,
তবু নারী ফেরেনা পিছু আর !
খাতায় প্রেমের পাতা
এখন নেই আর
ফেবুতে ইতিউতি দেখে নারী
হৃদয়ের পাখি গেলে ফেরেনা আর,
নারী বুঝেও না বোঝে বারংবার !
রাত হয় গভীর
কড়া নাড়ে আজও সে,
খোলে ঝাঁপি, ইচ্ছে হয় মেলে পাখা,
মন চাই প্রাণ চাই চাই বহুকিছু
তবুও কি পাওয়া যায় প্রাণ জুড়ানো কিছু
নারী তুমি কি বল ?
Comments